বাছুর পালন সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ:
2020-02-18
১। বাছুর জন্মের ১ ঘন্টার মধ্যে শালদুধ খাওয়াতে হবে।
২। বাছুর জন্মের ২-৩ দিন পর থেকেই বাছুরকে মা থেকে আলাদা করতে হবে।
৩। বাছুরের ৪ দিন বয়স থেকে শস্যজাতীয় খাদ্য (ভূট্টা গুড়া) খাওয়ানো ভাল। এতে দ্রুত rumen তৈরি হয়।
৪। দুধের পরিবর্তে CMR(Commercial Milk Replacer) খাওয়ানোর ব্যবস্থা করা।
৫। দোহনের আগেই বাছুরকে দুধ খাওয়াতে হবে।
৬। ৩-৪ সপ্তাহ বয়স পর্যন্তবাছুরের বিশেষ যত্ন নেয়া।
৭। বাছুরকে ৪ সপ্তাহ পর ঘাস জাতীয় খাবার দিতে হবে।