adorsho praniSheba

গাভীর আরাম ও পুষ্টি উন্নয়ণ সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ:


2020-01-30

service-image


১। মুক্ত বাতাস প্রবাহের জন্য গাভীকে খোলা অবস্থায় রাখতে হবে এবং মুক্ত ভাবে গাভী পালন করতে হবে অর্থাৎ দড়ি বিহীন গাভী পালন ব্যবস্থা চালু করা।

২। দিনে কম পক্ষে দুই বার গোসল করাতে হবে।

৩। রুমেন পিএইচ সঠিক রাখার জন্য সব সময় টিএমআর ফিডিং ব্যবস্থা রাখতে হবে।

৪। গাভীকে ২৪ ঘন্টা অবারিত পানি খাবার ব্যবস্থা করা।

৫। এনার্জি ও প্রোটিনের চাহিদার ভিত্তিতে পুষ্টি হিসাব করা।

৬। দানাদার ও সবুজ ঘাস/খড় একত্রে মিশিয়ে গাভীকে শুকনা খাদ্য প্রদান করা।

৭। সবুজ ঘাসকে গাভীর প্রধান খাদ্য বিবেচনা করা ও ছোট করে কেটে খায়ানো।

৮। দুধালো গাভী ও বকনাকে ভাত খাওয়ানো থেকে বিরত রাখা।

৯। দৈনিক প্রতিটি খরচ ও দুধ উৎপাদনের হিসাব রাখা।adorsho praniSheba - Media