adorsho praniSheba

কাঁচা ঘাস সংরক্ষণ কিভাবে করা যায়?


2020-03-30

service-image


উপাদানঃ

কাঁচা ঘাসঃ গর্ত ভর্তি করা যায় এমন পরিমান কাঁচা ঘাস লাগবে

চিটাগুড়ঃ প্রতি ১০০ কেজি কাঁচা ঘাসের জন্য ৩-৪ কেজি চিটাগুড়

পানিঃ চিটাগুড়ের সমপরিমাণ বা সামান্য বেশি

পলিথিনঃ গর্তটিতে সম্পূর্ণ বিছিয়ে গর্ত ভর্তি ঘাস ঢাকার পরিমাণ

চিটাগুড় মিশ্রিত পানি ছিটাবার ঝর্ণাঃ ১টি।

প্রস্তুত প্রণালীঃ

১। প্রথমে গর্তে পলিথিন বিছিয়ে নিতে হবে। তারপরে প্রথমে ৪০ কেজি ঘাস গর্তে প্রবেশ করিয়ে তার উপর ১ কেজি চিটাগুড় ও ১ লিটার পানির মিশ্রণ ঝর্ণা দিয়ে ঘাসের উপর সমান ভাবে ছিটিয়ে দিতে হবে।

২। চিটাগুড় মিশ্রিত পানি ঘাসের উপর ছিটানোর পর পা দিয়ে ভাল করে মাড়িয়ে দিতে হবে যেন কোন বাতাস ভিতরে না থাকে।

৩। আবার প্রথমবারের মতো একই পরিমান ঘাস নিয়ে সমপরিমাণ চিটাগুড় মিশ্রিত পানি ছিটাতে হবে।

৪। এভাবে পরতে পরতে ঘাস বিছিয়ে গর্তটি পূর্ণ করতে হবে। এরপর ঘাসের স্তুপটি বাড়তি পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে যেন কোন বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। লক্ষ্য রাখতে হবে যেন কোন ধরনের ছিদ্র সৃষ্টি না হয়।

৫। বৃষ্টির পানি যেন গর্তের ভিতর প্রবেশ করতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে।

৬। ২০-২৫ দিন পর ঘাস গরুকে খাওয়ানোর উপযোগী হবে।



adorsho praniSheba - Media