adorsho praniSheba

পেট ফাঁপা রোগ কেন হয় এবং তার প্রতিকার কি সেটা নিয়ে কিছু কথাঃ


2020-03-09

service-image


রোমন্থক প্রাণি খাদ্য হজম করার সময় অনেক গ্যাস উৎপন্ন করে। যদি কোন কারণে গ্যাস রুমেন থেকে বের হতে না পারে তাহলে পেট ফুলে উঠে. যা পেট ফাঁপা নামে পরিচিত।

পেট ফাঁপার কারনঃ

১। অতিরিক্ত লিগিউম জাতীয় ঘাস(যেমন-বারশীম, খেসারী, মটর ইত্যাদি)খাওয়ালে

২। দানাদার খাবার বেশি খাওয়ালে

৩। চারণভূমিতে অধিক ইউরিয়া সার প্রয়োগ, খাধ্যে অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন প্রদান করলে

৩। পঁচা বাসী খাবার খাওয়ালে

৪। খাদ্যনালীর কোথাও কোন ব্লক তৈরি হলে এই সমস্যা হয়ে থাকে

লক্ষণঃ

১। হঠাৎ করে পেটের বাম পাশ ফুলে যায়,

২। আক্রান্ত প্রাণি অস্বস্তি বোধ করে, বার বার মাটিতে শুয়ে পড়ে এবং উঠে, মাঝে মাঝে পেটে লাথি মারে

৩। শ্বাসকষ্ট হয় এবং জিহবা বের করে মুখ হা করে শ্বাস নেয়, লালাক্ষরণ হয় ও মাথা সামনের দিকে লম্বা

করে রাখে,

৪। খাবার খাওয়া বন্ধ করে দেয় এবং প্রস্রাব-পায়খানাও বন্ধ হয়ে যায়,

৫। জাবর কাটা বন্ধ হয়ে যায়,

৬। আঙ্গুল দিয়ে পেটে টোকা দিলে একটা শব্দ অনুভূত হয়

প্রতিকারে করণীয়ঃ

১। প্রাথমিক অবস্থায় আদা বেটে পানির সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে।

২। খাবার সোডা খাওয়ানো যেতে পারে।

৩। এন্টিব্লোট প্রিপারেসন খাওয়ালে ভাল ফল পাওয়া যাবে। ঔষধ খাওয়ানোর পর গরুটিকে হাটাহাটি করাতে হবে, যাতে করে এন্টি ব্লোট প্রিপারেসন টি ভালভাবে রুমেনের গ্যাসের সাথে মিশে যেতে পারে।

৪। অতি তীব্র প্রকৃতির পেট ফাঁপা রোগে পশু শ্বাস কষ্টে মারা যেতে পারে। এ অবস্থায় পেটের উপরের দিকের বামপাশে প্যারালাম্বার ফোসার মধ্যেখানে ছিদ্র করে গ্যাস বের করে দিতে হয়।adorsho praniSheba - Media